Posts

Showing posts from November, 2022

লিটন ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে খেলবেতো ??

Image
ভারতের বিপক্ষে তার দলের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শুক্রবার অ্যাডিলেডের কারেন রোল্টন ওভালে বাংলাদেশের অনুশীলন এড়িয়ে গেছেন তারকা ব্যাটার লিটন দাস। বাংলাদেশের একজন কর্মকর্তা বলেছেন, লিটন ভালো আছেন এবং রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলার সম্ভাবনা রয়েছে তার। সতর্কতার জন্য, টিম ম্যানেজমেন্ট লিটনকে বিশ্রাম নেওয়ার জন্য হোটেলে ফিরে যেতে বলেছিল। লিটন যিনি ২৭ বলে ৬০ রানের ঝলকানি খেলেছিলেন, যা ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রায় জিতেছিল, বাংলাদেশের রান তাড়া করার অষ্টম ওভারে সিঙ্গেল নেওয়ার সময় চোট পেয়েছিলেন। ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত খেলা হেরেছে ৫ রানে।

১০০% স্কলারশীপে কাজ শিখতে আগ্রহী তাদের জন্য আউটসোর্সিং বাংলাদেশ নিয়ে এলো দারুন সুযোগ !!! For those who are interested in learning to work on 100% scholarship, Outsourcing Bangladesh brings a great opportunity!!!

Image
  ১০০%  স্কলারশীপে কাজ শিখতে আগ্রহী তাদের জন্য আউটসোর্সিং বাংলাদেশ নিয়ে এলো দারুন সুযোগ !!! সকল বেকার যুবক যুবতীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী মাসের ১ তারিখ থেকে ফ্রীল্যান্সিং এর ক্লাস শুরু হবে। আমাদের ক্লাসে যে সকল ট্রপিক থাকছে বা যে সকল কাজ শিখতে পারবেন তা নিন্মরূপঃ  ১ডিজিটাল মার্কেটিং (ফেসবুক মার্কেটিং, লিঙ্কেডিন মার্কেটিং,ইন্সট্রাগ্রাম ,মার্কেটিং, টুইটার মার্কেটিং)।     ২. অফ লাইন , অন লাইন  SEO । ৩.ব্যাকলিং তৈরি করা । ৫.গুগল টপ রেঙ্কিং  ।  ৬. ইউটুবে মার্কেটিং এবং  ৭.ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ শিখানো হবে। যারা যারা যারা ১০০%  স্কলারশীপে কাজ শিখতে আগ্রহী তারা এই হোয়াটস্যাপ গ্রুপে জয়েন  করুন >> https://chat.whatsapp.com/H264yUUWE4VEQxE1cV77ou শুধু মাত্র ৪০ জন নিয়ে ক্লাস শুরু করব.সুতরাং আগেই ভর্তি হওয়ার জন্য গ্রুপে জয়েন করুন। ৪০ জন হয় গেলে পেইড কোর্সে  ভর্তি হতে হবে।  For those who are interested in learning to work on 100% scholarship, Outsourcing Bangladesh brings a great opportunity!!! For the infor...