ভিলেন থেকে হিরো !!!!!!!

ন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যারা হিরো হয়েছে তাদের মধ্যে অনেকেই ভিলেন ছিল, হ্যাঁ আমি মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান এর কথাই বলছি।

কিভাবে তাড়া ভিলেন থেকে হিরো হলো সে আলোচনায় আজ করছি, বাংলাদেশ ম্যাচ জিতেছে এটা আমাদের জন্য বিরাট একটা আত্ম সম্মান বাঁচিয়ে  রাখল। শেষ পর্যন্ত আমরা যেভাবে ম্যাচ টা  জিতেছি বা নাটকীয়তার মাধ্যমে জিতেছি। ক্যাপ্টেন সাকিব আল হাসান লাস্ট ওভারে মোসাদ্দেক হোসেন সৈকত এর হাতে তুলে দিল সেই কথাটাই বলছি,

এক ওভারে ১৬ রান এটা ডিফেন্স করার মতই কিন্তু এর আগের ওভারে গুলাতে সৈকতের যেভাবে রান দিয়েছে তাতে সৈকতের উপর নির্ভর করাটা কটুকু যক্তিক আপনি মনে করেন। লাস্ট  ওভারে সৈকত দুর্দান্ত বল করে প্রথম বলটি নিরাপদে রেখে তার পরের বলে ১ এবং তারমানে সমীকরণ দাঁড়ালো 4 বলে ১৫ রান খুব ভালো পরিসংখ্যান। তার পরের  বলে ব্যাটসম্যানদের শরীরে লেগে বা বেটের কোনায় লেগে  চারটি রান  হয়ে গেল. কিন্তু তার পরের বলে  সৈকতের  বাজে বলে ৬ রান আসলো।  এখন দুই বলে প্রয়োজন 5 রান,সেই সময় নুরুল হাসান সোহান এর স্ট্যাম্পিংয়ের কারণে উইকেট  পরায়  আবার ম্যাচ ফিরে আসলো বাংলাদেশের হাতে। আবার নো বল , আবারও  দুর্দান্ত বল  এভাবেই নাটকীয়তার মাধ্যমে বাংলাদেশ জয় পেলো এবং তারা ভিলেন থেকে হিরো হলো। 


Comments

Post a Comment

Popular posts from this blog

লিটন ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে খেলবেতো ??