ফর্মে না থাকলে বাদ পড়াটাই স্বাভাবিক ঘটনা।

বলছি বর্তমান অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন ক্যাপ্টেন ফিঞ্চের কথা। ওয়ানডেতে ভালো না করায় গত মাসে ওয়ানডে ক্রিকেটের নেতৃত্ব ছেড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে সবসময়ই তার আস্থা ছিল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে এখনও সবচেয়ে বেশি 2,173 রান রয়েছে তার। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 200 রান তাড়া করতে গিয়ে তিনি 11 বল খেলে 13 রানে আউট হন। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ রানে অপরাজিত ছিলেন। ফিঞ্চ নিজেই এই প্রবেশ ভুলে যাবেন। ১৫৭ রান তাড়া করতে নেমে শেষ ওপেন করতে নেমেছিলেন তিনি। দলও জিতেছে। কিন্তু মার্কাস স্টয়নিস যদি ১৮ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস না খেলতেন, তাহলে হারের দায় নিয়ে মাঠের বাইরে যেতে হতো।


Comments

Popular posts from this blog

লিটন ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে খেলবেতো ??