Posts

Showing posts from October, 2022

ভিলেন থেকে হিরো !!!!!!!

Image
ই ন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যারা হিরো হয়েছে তাদের মধ্যে অনেকেই ভিলেন ছিল, হ্যাঁ আমি মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান এর কথাই বলছি। কিভাবে তাড়া ভিলেন থেকে হিরো হলো সে আলোচনায় আজ করছি, বাংলাদেশ ম্যাচ জিতেছে এটা আমাদের জন্য বিরাট একটা আত্ম সম্মান বাঁচিয়ে  রাখল। শেষ পর্যন্ত আমরা যেভাবে ম্যাচ টা  জিতেছি বা নাটকীয়তার মাধ্যমে জিতেছি। ক্যাপ্টেন সাকিব আল হাসান লাস্ট ওভারে মোসাদ্দেক হোসেন সৈকত এর হাতে তুলে দিল সেই কথাটাই বলছি, এক ওভারে ১৬ রান এটা ডিফেন্স করার মতই কিন্তু এর আগের ওভারে গুলাতে সৈকতের যেভাবে রান দিয়েছে তাতে সৈকতের উপর নির্ভর করাটা কটুকু যক্তিক আপনি মনে করেন। লাস্ট  ওভারে সৈকত দুর্দান্ত বল করে প্রথম বলটি নিরাপদে রেখে তার পরের বলে ১ এবং তারমানে সমীকরণ দাঁড়ালো 4 বলে ১৫ রান খুব ভালো পরিসংখ্যান। তার পরের  বলে ব্যাটসম্যানদের শরীরে লেগে বা বেটের কোনায় লেগে  চারটি রান  হয়ে গেল. কিন্তু তার পরের বলে  সৈকতের  বাজে বলে ৬ রান আসলো।  এখন দুই বলে প্রয়োজন 5 রান,সেই সময় নুরুল হাসান সোহান এর স্ট্যাম্পিংয়ের কারণে উইকেট...

ফর্মে না থাকলে বাদ পড়াটাই স্বাভাবিক ঘটনা।

Image
বলছি বর্তমান অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন ক্যাপ্টেন ফিঞ্চের কথা। ওয়ানডেতে ভালো না করায় গত মাসে ওয়ানডে ক্রিকেটের নেতৃত্ব ছেড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে সবসময়ই তার আস্থা ছিল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে এখনও সবচেয়ে বেশি 2,173 রান রয়েছে তার। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 200 রান তাড়া করতে গিয়ে তিনি 11 বল খেলে 13 রানে আউট হন। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ রানে অপরাজিত ছিলেন। ফিঞ্চ নিজেই এই প্রবেশ ভুলে যাবেন। ১৫৭ রান তাড়া করতে নেমে শেষ ওপেন করতে নেমেছিলেন তিনি। দলও জিতেছে। কিন্তু মার্কাস স্টয়নিস যদি ১৮ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস না খেলতেন, তাহলে হারের দায় নিয়ে মাঠের বাইরে যেতে হতো।

এবার বিশ্বকাপে অধিনায়ক সাকিব ব্যর্থ !

Image
এবার আসা যাক বাংলাদেশের গল্পে। অধিনায়কদের মধ্যে র‌্যাঙ্কিংয়ের সেরা অবস্থান নিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। অলরাউন্ডারদের শীর্ষ স্থান নিয়ে নামা সাকিব এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ বলে ৭ রান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ বলে ১এবং জিম্বাবুয়ার বিপক্ষে ২০ বলে ২৩ । আর বল হাতে প্রথম ম্যাচে ৩২ রানে ১ উইকেট, পরের ম্যাচে ৩৩ রানে ২ উইকেটতৃতীয় ম্যাচে ৩৪ রানে কোনো উইকেট নেই ! 

Institute of sotcutIT

Image